
মাইজভান্ডারী হযরত গোলামুর বাবা ভান্ডারী (কঃ)’র খলিফা অলিয়ে কামেল শাহ্সুফি হযরত আলী হোসেন শাহ্ মাইজভা-ারী (রহঃ)’র ৬৯তম পবিত্র বার্ষিক ওরস শরীফ ৩০ ডিসেম্বর রাউজান উত্তর সর্ত্তা দরগাহ প্রাঙ্গনে দরবারে আলী হোসেন শাহ্ (রহ.)’র ব্যবস্থাপনায় ও মোতওয়াল্লী মুহাম্মদ আবিদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আজিমুশ্মান নূরানী মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন হযরত আলী হোসেন শাহ্ (র.) জামে মসজিদের খতিব আল্লামা ওবাইদুন নাছের নঈমী।
দরবারের আওলাদদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন। এতে প্রধান বক্তা ছিলেন খিরাম নুরুল উলুম আহমদিয়া রজভিয়া মাদ্রাসার আরবী মুর্দারিস মাওলানা মুহাম্মদ আবুল বশর মাইজভান্ডারী। তাকরীর পেশ করেন মাওলানা ওয়াহিদুর রহমান মাইজভান্ডারী, মাওলানা মুনছুর উদ্দীন নেজামী, মাওলানা নেজাম উদ্দীন তৈয়্যবী, কারী মাওলানা মুহাম্মদ শহিদুল আলম। অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবুল কাসেম, মুহাম্মদ মঈন উদ্দীন, মুহাম্মদ সাহাবুদ্দীন সওদাগর, আহমদ কবির, মুহাম্মদ ফরিদ উদ্দীন,
এয়ার মুহাম্মদ, মুহাম্মদ ইউছুফ, মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ আনা মিয়া, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ মুছা, মুসলিম উদ্দীন, মুবিনুল হক প্রমুখ। বক্তারা বলেন, মানবজীবনের অন্যতম মহৎগুণ হচ্ছে রাসুল (দ.)’র প্রতি ভালবাসা। এ গুণ অর্জনের চেষ্টা ও অনুশীলন ছাত্র-যুবসমাজকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে পৌছে দিতে পারে। প্রকৃত আউলিয়াকেরাম ও হক্কানী পীর মাশায়েখগণই সেই পথেই আজীবন কাজ করে থাকেন। তাই আজকের সমাজ থেকে বিদ্যমান হিংসা-বিদ্ধেষ, খুন রাহাজানী থেকে মুক্তি পেতে এবং আলোকিত জীবন গড়তে রাসুল (দ.) ও আউলিয়া কেরামের জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য।