
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)’র ৮৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে অদ্য বিকাল ২ ঘটিকার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তক আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যা ১৬ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান অসীম বীরত্বের পরিচয় দিয়েছেন। জিয়াউর রহমান কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, খাল খনন ও পূর্ণখনন করেন। আবু সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, জিয়াউর রহমান দুরদর্শী সাহস, বীরত্ব, সততা, কর্মতৎপর, জনগণিষ্ঠতা, অধৈর্য্য ও আড়ম্বরহীন এক কিংবদন্তি রাষ্ট নায়ক ছিলেন। তাঁর অবদান দেশের মানুষ কখনো ভুলবার নয়। এসময় উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, শহীদুল আলম বুলবুল, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, আব্দুল গফ্ফার চৌধুরী, এস.এম. মামুন মিয়া, জহুরুল ইসলাম চৌধুরী আলমগীর,
এড. ফৌজুল আমিন, জামাল হোসেন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, এহসানুল মওলা, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, এড. কাশেম চৌধুরী, বাবু চন্দ্র গুপ্ত বড়–য়া, কমিশনার নিলুফা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোঃ লোকমান, সদস্য সচিব সাবেক রেজাউল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইসহাক চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, সদস্য সচিব খোরশেদু আলম আইয়ুব, বোয়ালখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক শহীদুল্লা চৌধুরী,
সদস্য সচিব ইউসুফ চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, বিএনপি নেতা এডভোকেট শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম শহীদ, বিএনপি নেতা নুরুন্নবী চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, মোঃ আবুল কালাম আবু, সরওয়ার উদ্দিন, তৌহিদুল ইসলাম, শেফায়েল উল্লাহ চক্ষু সহ প্রমুখ। আলোচনা সভা শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মোঃ ফোরকান ও সদস্য সচিব মাহফুজুুর রহমান এর পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।