
প্রিয় চট্টলাবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনারা জানেন: বার আউলিয়ার পুণ্যভূমি এবং এদেশে ইসলামের প্রবেশদ্বারের নাম হচ্ছে মদিণাতুল আউলিয়া খ্যাত ‘চট্টগ্রাম’। এটি মুসলিম ঐতিহ্যের অন্যতম এক নিদর্শিত স্থান এবং বৃটিশ সা¤্রাজ্যবাদ বিরোধী ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুতিকাগারও বটে। এই বীর প্রববীনি চট্টলার গগণচুম্বি উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা আরো বেগবান করার লক্ষে চট্টগ্রাম সিটি নির্বাচনে দেশোন্নয়নের মহাসারতি জননেত্রী দেশরতœ শেখ হাসিনা কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী ঐতিহ্যবাহী চট্টগ্রাম বহরদ্দার পরিবারের সন্তান সুফি ও সুন্নি মতাদর্শী প্রগতিশীল রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি,
সকল ওলামা মাশায়েখসহ বিভিন্ন দরবারের পীর সাহেবগণ, ত্বরিকত পন্থী সকল সূফি সাধকগণ, সুন্নি জনতা, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে আমার রাজনৈতিক দল বাংলাদেশ ত্বরিকত ফেডারেশন’র নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় অবস্থিত বিভিন্ন দরবার, আস্তানা, খানকাহ্, দায়রা ও সুন্নি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে ব্যাপক গণসংযোগ ও প্রচারণার মাধ্যমে নৌকার পক্ষে গণজাগরণ সৃষ্টি করেছেন।