
দেশের সিটি করপোরেশনগুলোতে অনিয়মের প্রতিবাদে বিএনপির পূর্বঘোষিত মহানগর পর্যায়ের চট্টগ্রামের সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।ইশরাকের প্রেস সচিব সুজন মাহমুদ জাগো নিউজকে বলেন,
আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগরের বিভাগীয় মহাসমাবেশ এবং চট্টগ্রাম অভিমুখের রোডমার্চ পেছানো হয়েছে। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্য পরবর্তী নতুন তারিখ নির্ধারণ করা হবে।তবে, বরিশাল, খুলনা, রাজশাহী, ঢাকা উত্তর এবং দক্ষিণের সমাবেশ তারিখ অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।