
নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ভাষা সৈনিক ডা. হুমায়ূন কবির মরোণত্তর সংবর্ধনা প্রদান, কুইজ প্রতিযোগিতা ও আজীবন দাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগারে ২১ ফেব্রুয়ারী বিকালে গণগ্রন্থাগারের আহবায়ক শিক্ষাবিদ মাষ্টার আহমদ ছাবেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীর স ালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য রাজনীতিক আখতার মাহমুদ পারভেজ।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন এফ.এম.এস মেরিটাইম এজেন্সির ব্যবস্থহাপনা পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন সিকদার। মূখ্য আলোচক ছিলেন বেসরকারী গণগ্রন্থাগার চট্টগ্রাম জেলার সভাপতি মুহাম্মদ শফিউল আজম চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন খাগড়াছড়ি গুইমারা সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দীন, নাসিরাবাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার মুহাম্মদ রফিকুল ইসলাম, চট্টগ্রাম কর আইনজীবী বুলবুল বড়ুয়া, হেয়াকো বনানী ডিগ্রী কলেজের প্রভাষক বটন দে, নারায়ণহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি ডাঃ মুহাম্মদ আহমদ ছাপা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনতা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক আবুল মুনছুর,
ফটিকছড়ি আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাড মুহাম্মদ আবছার উদ্দিন হেলাল, শৈলকোপা কমরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি মুহাম্মদ নুরুল আমিন, নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মুহাম্মদ শফিউল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণহাট ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন চৌধুরী, ব্যবসায়ী মুহাম্মদ আইয়ুব, জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠন এর উপদেষ্টা মুহাম্মদ সাহেদুল ইসলাম সাহেদ, ফটিকছড়ি সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ দিদারুল আলম, চিকিৎসক ডা. হারাধন বিকাশ দে, আল হাসানাইন মডেল মাদরাসার চেয়ারম্যান মুহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকী,
পরিচালক (অর্থ) মাষ্টার এন আলম আজাদ, পরিচালক মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ, প্রাইম ব্যাংক লিমিটেড ফটিকছড়ি শাখার কর্মকর্তা মুহাম্মদ শামীম আশরাফ চৌধুরী, কাজিরহাট শাখার কর্মকর্তা নাসির উদ্দীন সজীব, প্রবাসী মুহাম্মদ ইমরান হোসেন রব্বানী, সাবেক ছাত্রনেতা মিনহাজ মাহমুদ, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সচিব বাবলু বিশ্বাস, নারায়ণহাট ইউপি মহিলা সদস্য তাহেরা বেগম, দিলওয়া বেগম, লক্ষী রাণী নাথ, নারায়ণহাট পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. মহিউদ্দিন, চিকিৎসক ডা. মহিন উদ্দিন,
মুহাম্মদ করিম উদ্দিন শিকদার, মুহাম্মদ নুরন্নবী রোমান, বীরমুক্তিযোদ্ধা সন্তান মুহাম্মদ মাহতাব ইবনে আজাদ পাভেল, ভুজপুর স্টুডেন্ট ফোরাম সাবেক সভাপতি মোহাম্মদ আফিফ, মাষ্টার জাহেদুল ইসলাম, সমাজসেবক মুহাম্মদ হারুন, মাষ্টার জাহেদুল ইসলাম, মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ মুছা, আবদুর সামাদ, সাংবাদিক এরশাদ আহমদ খোকন, মুহাম্মদ রাশেল, জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠন সাধারণ সম্পাদক মুহাম্মদ নিয়াজুল নাঈম, মুহাম্মদ ইউনুস উদ্দিন রুবেল, মুহাম্মদ আলী আকবর বাপ্পী, মুহাম্মদ ওসমান,ইমাম মোজাদ্দেদী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা।
সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।