
রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি কাপ্তাইয়ে রবি টাওয়ারের যন্ত্রাংশ চুরির দায়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মার্চ) ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মুরাদনগরের জয়নাল আবেদিনের ছেলে মো. শফিক (২৪), নায়েব আলীর ছেলে মো. সালাউদ্দীন (২৮), রাউজানের গহিরার বেদারের ছেলে মো. সালাউদ্দীন (২৮), নোয়াখালীর হাতিয়ার মেহরানের ছেলে মো. রুবেল (২৬), ফেনীর ছাগলনাইয়ার শফিকুল ইসলামের ছেলে মো. ইমরান (২১),
বাঁশখালীর প্রেমবাজারের সমর আলীর ছেলে মো. ইউনুস (২৮), লোহাগাড়ার কলাওজানের হাকিম আলীর ছেলে এমএ তাহের (৩০) এবং কুমিল্লার কোতোয়ালীর নুরুল ইসলামের ছেলে মো. রাহাত আহম্মেদ (২৫)।বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন সাংবাদিক দের কে’ বলেন, ‘রবি অপারেটর স্টিকারযুক্ত পিকআপ নিয়ে শীলছড়ি এলাকায় টাওয়ারের যন্ত্রাংশ চুরির অপরাধে ৮ চোরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি আইপিএস ও তামার তার উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে।’