
মাহমুদুল হাসান: ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।আজ রবিবার (৭ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচী শুরু করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।সকালে স্থানীয় সাংসদ ছোট মনিরের নেতৃত্বে বর্ণ্যাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফনুর মিনি, থানা অফিসার ইনচার্জ আব্দুল ওয়াহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহী উদ্দিন, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল প্রমুখ।