
নিউজ ডেস্কঃ
নিজেদের গুছিয়ে’ নেওয়ার’ লক্ষ্যে প্রেয় ২ সপ্তাহ ধরে পরিকল্পনার পর’ বিয়ে করে ঢাকার ধামরাই থেকে চট্টগ্রামে পালিয়েছেন৬ কিশোর-কিশোরী।চট্টগ্রামে গিয়ে তারা পুলিশের কাছে ধরা খেলে তাদের বিয়েসংক্রান্ত পরিকপ্লনা ভেস্তে যায়। পুলিশের কাছে আটককৃত ছয় কিশোর কিশোরী দাবি করে, এক বান্ধবীকে বাল্যবিয়ে থেকে বাঁচাতে নিজেরাই পালিয়েছে পছন্দের ছেলেদের সঙ্গে।
আটককৃত তিন কিশোরীর দুজন ষষ্ঠ, একজন পঞ্চম শ্রেণির; আর তিন কিশোরের দুজন নবম, একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী।শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) নোবেল চাকমা জানান, যে মেয়ের বিয়ে তার বয়স ১২ বছর। ক্লাস ফাইভের ছাত্রী। ছেলের বয়স ১৫-১৬ বছর।
পড়ালেখা করে না। তাদের সঙ্গে আসা দুই ছেলে ও দুই মেয়ে। তাদের মধ্যে তিনজনের বয়সই ১২ থেকে ১৫ বছরের মধ্যে। এক ছেলের বয়স একটু বেশি, ১৭-১৮ বছর। বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়।’পুলিশের কাছ থেকে আরও জানা যায়, ‘তিনজনই প্রেমিক-প্রেমিকা। তারা বাড়ি থেকে পালিয়ে (শুক্রব