
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী বলেছেন জাতীয় ছাত্র সমাজ পল্লীবন্ধু এরশাদের আদর্শের সন্ত্রাসন চাঁদাবাজমুক্ত শান্তিপ্রিয় সংগঠন। পল্লীবন্ধু ছাত্রদের রক্তের বিনিময়ে ক্ষমতায় থাকার চেষ্ঠা করেন নাই বলে তিনি ছাত্রদের ব্যবহার করেন নাই। পল্লীবন্ধুর আদের্শ ছিলো ছাত্ররা পড়ালেখা শেষে রাজনীতি করবে তার আগে নয়।
তিনি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত জাতিই উন্নত জাতি। তাই পল্লীবন্ধুর সেই স্বপ্ন পূরণে জাতীয় ছাত্র সমাজকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের ভবিষ্যত উজ্জ্বল তাই এখনই সময় তৃণমূলে সংগঠন শক্তিশালী করা। তিনি আজ ১৯ মার্চ বিকাল ৪ টায় নবগঠিত চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগরীর ফিরিঙ্গী বাজারস্থ নিজ বাসভবন চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নগর ছাত্র সমাজের সদস্য সচিব শরীফুল মোল্লা নীরব। এতে বিশেষ অতিথি ছিলেন নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, নগর জাপার প্রচার সম্পাদক নীল কমল সুশীল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক অমিত চক্রবর্ত্তী শান্ত,
আবু হাসান, জ্যাকসন, সুশীল, মোহাম্মদ ফয়সাল, সদস্য বেলাল আহমেদ, সুজন ভূঁইয়া, মোঃ রাকিব, উল্লাস নাথ, রাহুল দাশ, মোঃ অনিক, মোঃ জিসান, মোঃ নয়ন, রাশেল শীল, শ্রাবন দাশ, আকিবুল হক আকিবুল হক আকিব, ইরাফান ইমন, প্রিন্স, অমিত তালুকদার, সাব্বির হোসেন, আরফান আলী শান, মারুপ ইসলাম প্রমুখ।