
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ;
ঝিনাইদহের মহেশপুরে পাগলির গর্ভে জন্ম নেওয়া পালিত মা জোসেদা বিবি ও তার পালিত ছেলে সেই শিশু আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ রোববার সকালে
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শিশু আব্দুল্লাহ সব সময় খোঁজ করতো তার গর্ভধারিনী মাকে। শিশুটি
সবার কাছে বলে বেড়াতো ‘আমার মাকে আপনারা দেখেছেন? মাকে খুব দেখতে ইচ্ছা করে। আমার মা নাকি পাগলি? সবাই আমাকে শুধু মারে।’ এভাবেই কথাগুলো বলতো ৫বছর
বয়সী শিশু আব্দুল্লাহ। পথশিশু হিসেবে তার পরিচয় ছিল।