
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ
দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের ৩য় দিনে ঝিনাইদহে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। দোকান-পাট বন্ধ থাকলেও গতকালের তুলনায় শহরে মানুষের উপস্থিতি বেড়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হলেও পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে অলি-গলি দিয়ে শহরে প্রবেশ করছে মানুষ। এদিকে হাটবাজারে নেই সর্বাত্মক লকডাউনের কোন চিত্র। গাদা-গাদি করে ক্রেতা-বিক্রেতারা কেনা-বেচা করছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, পরিধান করা হচ্ছে না মাস্ক।