
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম স্যারের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ১৫ এপ্রিল ২০২১ চট্টগ্রাম মহানগরীর ষোলশহর, মুরাদপুর, কর্ণেলহাট, সিটি গেইট, বিশ্ব ব্যাংক কলোনী, বন্দর ও ইপিজেড এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।সকাল ১১টা হতে পরিচালিত অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৩,০০০/- ( তেইশ হাজার টাকা) প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযানে অননুমোদিত রং ধ্বংস করা হয়।
এপিবিএন, ৯ এর সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালিত হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) জনাব পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, এন. আর. গ্যাস সার্ভিসকে ১ হাজার টাকা, ষোলশহর এলাকার জাহিন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, সোহেল এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, খাজা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
মুরাদপুর এলাকার হাটহাজারি স্টোকে অননুমোদিত রং পিয়াজু- বেগুনিতে ব্যবহারের উদ্দেশ্যে বিক্রয় করায় ৮ হাজার টাকা জরিমানা করে প্রায় ১.৫ কিলোগ্রাম রং ধ্বংস করা হয়।
কর্নেলহাট কাঁচা বাজারের সেলিমের মাংসের দোকানকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।অভিযানে বিশ্ব ব্যাংক কলোনী, বন্দর, কাস্টমস মোড়, ইপিজেড থানা সংলগ্ন টিসিবি পরিচালিত ট্রাকসেল পয়েন্ট পরিদর্শন করা হয়।
ট্রাকসেল ও কাঁচা বাজারসমূহ পরিদর্শনকালে ভোক্তাসাধারণের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট-প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিক্রেতাদের মাস্ক পরিধান করতে, ক্রেতাগণকে মাস্ক পরিধানপূর্বক নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হলে অধিদপ্তরের হট লাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়।