
মাহমুদুল হাসান: ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোঃ মানিক মিঞা (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। আজ সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিঞার বাড়ি মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাহেরুল ইসলাম (৩০) নামে তার এক সহকর্মী। আহত অবস্থায় তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
ভূঞাপুর থানার এসআই মোঃ লিটন মিঞা জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ইফতারি কিনে এনজিও কর্মী মোঃ মানিক মিঞা ও তার এক সহকর্মী মোটরসাইকেলযোগে অফিসের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলসহ চালক মানিক ও তার সহকর্মী তাহেরুল ইসলাম রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মানিক মিঞা মারা যায়। গুরুতর আহত হয় মোটরসাইকেলের অপর আরোহী তাহেরুল ইসলাম। কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।