
রিপন মারমা>>কাপ্তাই (রাঙ্গামাটি)
স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাঙ্গামাটি কাপ্তাই ভ্রাম্যমাণ আদালতে অভিযান-জরিমানা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউনের ১৬দিনে কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে জরিমানার পাশাপাশি জনসাধারণের সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়।বুধবার (২৮ এপ্রিল) উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এইসময় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ০৪ টি মামলায় মোট ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়।
সেইসময় দেখা যায় কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীর জাহান ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা কালে মাস্ক বিহীন চলাচল করা সময় এক পথচারী কে ২০০ টাকা জরিমানা করেন,সেইসময় মামলা নথিতে লিখার জন্য তাঁর বাবার নাম বলতে বলায় সে জানালো আমি বাবার নাম ভুলে গেছি,এই মূহুর্তে মনে করতে পারছিনা।এদিকে কাপ্তাই উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিক কে বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আজ (বুধবার) কাপ্তাইয়ে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।