
আবহাওয়া ডেস্ক:
আজ সেই ১৯৯১ সালের ২৯শে এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের মানুষের জন্য ছিল এক ভয়ানক রাত।ঘণ্টায় ২৪০ কিমি গতিবেগে বাতাস আর প্রায় ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস নিয়ে রাত প্রায় বারোটা নাগাদ উপকূলে আছড়ে পড়ে হারিকেনের শক্তিসম্পন্ন প্রবল এক ঘূর্ণিঝড়।মূলত বিকেল থেকে বইতে থাকা দমকা বাতাস প্রবল এক ঝড়ের আভাস দিচ্ছিল। রাতভর বাতাআর ঘূর্ণিঝড়ের কবলে পড়েন চট্টগ্রামের সন্দীপ পতেঙ্গা বাঁশখালী আনোয়ারা মহেশখালী-কুতুবদিয়া দীপঙ্করের মানুষ।মূলত এসব দীপ এলাকার মানুষগুলো সারারাত প্রবল বাতাস আর ঘূর্ণিঝড় মোকাবেলা করে যারা প্রাণে বেঁচে গিয়েছিল।সেইসব মানুষগুলো সকালে একটি ভয়াবহ ইতিহাসের সাক্ষী হয়েছিল।
এই একটি রাতের ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম অঞ্চলে ১ লক্ষ ৪০ হাজার মানুষ প্রাণ হারায়। এবং লক্ষ লক্ষ পরিবার ভিটেবাড়ি হারা হয়।সকালে উঠে পানির উপর ভাসতে থাকে গবাদি পশু আর মানুষের লাশ সেই ভয়াবহ চিত্রের কথা মনে রেখেছিল যারা ১৯৯১ সালে প্রাপ্তবয়স্ক ছিল।আজ ৩০ বছর পরে এসে তাদের কেমন অনুভূতি হচ্ছে যারা তাদের সর্বোচ্চ হারিয়েছিল ভিটেবাড়ি গবাদিপশু সহ হারিয়েছিল স্বজনদের আজ সেই ভয়াল ২৯শে এপ্রিল।