
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি ছোরাসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৪ মে) দিবাগত রাতে নিউমার্কেট ও রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- মো. রুবেল (২৪), মনির হোসেন ওরফে কালা মনির (২১), মো. অপু ওরফে হৃদয় (১২), কাউসার (১৪) ও মো. জুয়েল (১৩)।
পুলিশ জানায়, কোতোয়ালি থানা পুলিশের নিয়মিত টহল চলাকালীন নিউমার্কেট এলাকায় কয়েকজনকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ছিনতাই কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেন। একই সময়ে তাদের দেহ তল্লাশি করে তিনটি ছোরাও জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শাহ মো. আবদুর রউফ জাগো নিউজকে বলেন, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।’