
২১ মে শুক্রবার বাদ জুমার পর চট্টগ্রাম নগরীর জাতীয় জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে আকাশ তারা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর মোঃ রমজান আলী (প্রেম) এর সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মোঃ নুরেআলম সিদ্দিকীর সঞ্চালনায়, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের নাগরিক মোহাম্মদ খালেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ নুরুন্নবী’ প্রধান বক্তা ছিলেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মিরানুল ইসলাম মিরান’বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোঃ নিজাম উদ্দীন, ভোলা চরফ্যাশনের আহ্বায়ক মোঃ নুর নবী,ফটিকছড়ি ভূজপুর শাখার আহ্বায়ক মোঃ সাকিব, সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ রিয়াদ,
সংগঠনের ৪র্থ শাখার সভাপতি মোঃ জামাল, সাধারণ সম্পাদক মোঃ ঈমন, মোঃ লিয়াকত, মোঃ কাশেম, মোঃ তানভীর, মোঃ তাজু, মোঃ সাইমন, মো আসিফ, মোঃ জিসাদ, মোঃ তাহের, মোঃ মাসুদ, মোঃ ওমর ফারুক ওয়াসিফ, নুর আমিন টিপু, মোঃ রাশেদ, মোঃ শাহাবুদ্দিন, ওমর ফারুক (২), মোঃ আকবর। এছাড়াও বিভিন্ন সামাজিক, অরাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দরা ব্যানার, ফেস্টুন নিয়ে আকাশ তারা সংগঠনের সাথে যোগ দেন।
এ সময় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মীর মোঃ রমজান আলী প্রেম বলেন বিশ্বের সন্ত্রাসী রাষ্ট্রে এর সকল পণ্যকে বর্জন করতে সবার প্রতি আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ আরো বলেন বিশ্ব নেতাদের প্রতি ফিলিস্তিনে শান্তি ফিরিয়ে আনার জন্য তাদের হস্তক্ষেপ কামনা করেন।