
গত পরশুদিন আমার ফেসবুকে একটি ভি’ডিও আপলোড করা হলে তার নিচে আমি কিছু কমেন্ট লক্ষ্য করি। এরমধ্যে কয়েকটি কমেন্ট ছিল একজন আলেমের নি’খোঁজ হওয়ার একটি বিষয় নিয়ে।সম্মানের সাথেই বলছি তখন আমি সেই আলেমকে চিনতাম না। পরে কমেন্টের পরিমাণ দেখে বুঝতে পারি তিনি জনপ্রিয় একজন আলেম। তিনি ইসলামের কোন মতাদর্শের পক্ষে কথা বলেন বা তিনি কি বক্তব্য দিয়েছেন তা নিয়ে আমি ধারণা রাখি না। সময় পেলে নিশ্চয়ই দেখবো।
আমি আরো জেনেছি, তার স্ত্রী একটি বক্তব্যের মাধ্যমে বলেছেন আলেম সাহেবকে যারা অ’পহ’রণ করেছেন তারা জানিয়েছেন তিনি সুস্থ আছেন। তবে তার কাছে মু’ক্তিপণ দাবি করা হয়েছে। তিনি ভালো আছেন শুনে অবশ্যই খুশি হয়েছি।একজন তরুণ হিসেবে আরেকজন তরুণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
রংপুর মেট্রোপলিটন পুলিশ যেহেতু জিডি গ্রহণ করেছেন সেক্ষেত্রে প্রশাসনের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে তিনি নিরাপদে বাড়ি ফিরে আসবেন, এই প্রত্যাশা করি। ইন শা আল্লাহ তাকে খুঁজে বের করতে সফল হবে প্রশাসন।চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী’র ফেসবুক পোষ্ট থেকে নেওয়া।