আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি ছাড়াই ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার অনিশ্চিত ভাগ্য বিবেচনা করে ও বিএনপির অস্তিত্ব রক্ষার বিষয়ে গভীর চিন্তা-ভাবনা করে তারেক রহমানের নির্দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররা।
আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত বিদেশি বন্ধুরাষ্ট্র ও একাধিক দূতাবাসের অনুরোধে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বলে জানা যায়। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে তিন’শ আসনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত তালিকাও প্রস্তুত করা হয়েছে।
তিন’শ আসনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের প্রার্থী তালিকার মধ্যে টাঙ্গাইলে তারিকায় যারা আছেন তারা হলেন,টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম স্বপন,টাঙ্গাইল-২ সুলতান সালাহউদ্দিন টুকু,টাঙ্গাইল-৩ লুৎফর রহমান খান আজাদ,টাঙ্গাইল-৪ রাবেয়া সিরাজ,টাঙ্গাইল-৫ মেজর জেনাঃ (অবঃ) মাহমুদুল হাসান, টাঙ্গাইল-৬ এ্যাডঃ গৌতম চক্রবর্তী,টাঙ্গাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৮ এ্যাডঃ আহমদ আজম খান।