
মাহমুদুল হাসান
নতুন চালু হওয়া ঢাকা-টাঙ্গাইল রুটে কমিউটার ট্রেন ‘টাঙ্গাইল এক্সপ্রেসে’ হামলা চালিয়ে বেশ কয়েকটি জানালা ভাংচুর করা হয়েছে। ভাংচুরের সময় ট্রেনের যাত্রীরা আতংকিত হয়ে পড়ে।শনিবার (১০ নভেম্বর) সকালে মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের নেতৃত্বে কয়েকজন যুবক রেল স্টেশনে এ হামলা চালায়। মেয়র সুমন মির্জাপুরের সংসদ সদস্য একাব্বর হোসেনের চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে চালু হওয়া কমিউটার ট্রেন মির্জাপুর স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের নেতৃত্বে সকালে একদল যুবক মির্জাপুর স্টেশনে অবস্থান নেন। টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি মির্জাপুর স্টেশন এলাকায় আসলে স্টেশন কর্তৃপক্ষকে চাপ দিয়ে ট্রেনটি থামাতে বাধ্য করে।তারা ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনটির কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে যায়।
এসময় যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। ট্রেনটি চলে যাওয়ার পর মেয়র ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুকনা কেন, তাদের আইনের আওতায় আনা হবে।