

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শিক্ষা বোর্ড ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে। ২৯ জুন (মঙ্গলবার) থেকে ফরম পূরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ফরম পূরণ স্থগিত করা হয়েছে।
২৭ জুন (রবিবার) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার প্রেক্ষিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হলো।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এইচএসসি ২০২১ সালের পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।