
১ জুলাই থেকে অবৈধ মোবাইল ফোন সেট বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। তবে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত যেসব মোবাইল ফোন সেট নেটওয়ার্কে ব্যবহৃত হচ্ছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।যে সকল হ্যান্ডসেট বৈধ হবে না সেগুলো সম্পর্কে গ্রাহককে মেসেজ দিয়ে জানানো হবে, পরীক্ষাকালীন সময় তিন মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ করে দেওয়া হবে।প্রবাসীদের বিদেশ থেকে ক্রয়কৃত, ব্যহৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেটও নিবন্ধন করতে হবে।
বিদেশ থেকে আনা ফোনগুলো প্রাথিমকি ভাবে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল হবে।সেই মোবাইলে ১০ দিনের মধ্যে অনলাইনে তথ্য প্রদান করে নিবন্ধন করার জন্য মেসেজ পাঠানো হবে। ১০ দিনের দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করলে হ্যান্ডসেট বৈধ হিসেবে বিবেচিত হবে।নিবন্ধন সম্পন্ন করা না হলে হ্যান্ডসেটটি বৈধ হিসেবে বিবেচিত হবে না। তবে সেই মোবাইল সেট পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ করে দেওয়া হবে। সেই ফোন বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।