
সাতকানিয়ায় নতুন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন পাঁচজন। তাদের সকলের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে।বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মনটানা ক্লাবের পিছনে সৈয়দ আহমদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, সৈয়দ আহমদ (৬৫), শাহনেওয়াজ (৪০), মো. হেলাল (৩৬), খালেদা বেগম (৪৫), আবদুস শুক্কুর (৩৬), দেলোয়ার হোসেন (৫০)।পৌরসভার প্যানেল মেয়র সাইফুল আলম সোহেল জানান, সন্ধ্যায় সৈয়দ আহমদ নামে এক ব্যক্তির বাড়িতে আনা নতুন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়।
এতে আশপাশের বাড়ির ৫ সদস্য আগুনে পুড়ে গুরুতর আহত হয়। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন খার নায়েন জানান, সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুল আহাদ ইদ্রিস জানান, আগুনে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হলে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সবাই প্রায় ৮০-৯০ শতাংশ পুড়ে গেছে।