
আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও আন্জুমানে রজভীয়া নূরীয়ার কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী ০৩ আগস্ট গনমাধ্যমে দেওয়া এক বিবৃততে বলেন, প্রকৃতি মহান আল্লাহর অপার নেয়ামতরাজির অন্যতম। পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি মাত্র। প্রতিনিধির দায়িত্ব হচ্ছে প্রভুর নেয়ামতরাজির রক্ষণাবেক্ষণ, বিনাশ নয়। প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে ইসলামের মৌলিক নীতি হলো, প্রকৃতির অন্যান্য সৃষ্টির কোনোরূপ ধ্বংস বা বিনাশ, অপচয় বা অপব্যবহার করা সমীচীন নয়।
কেননা প্রতিটি সৃষ্টিই কোনো না কোনোভাবে মানুষ বা অন্য কোনো সৃষ্টিকে সেবা দানে সদা অবিচল। এ জন্য পরিবেশ ধ্বংসের যেকোনো ধরনের উদ্যোগ বা প্রচেষ্টা মানুষসহ অন্যান্য সৃষ্টিকে আল্লাহ প্রদত্ত সেবা থেকে বি ত করার নামান্তর। তাই বিনা প্রয়োজনে আযৌক্তিকভাবে সৃষ্টিকে কোনো সেবা থেকে বি ত না করা প্রকৃত মুমিনের পরিচায়ক। পবিত্র কোরআনুল কারীমের একাধিক জায়গায় পরিবেশ সুরক্ষার গুরুত্বের কথা বর্ণিত হয়েছে। তেমনি মহানবী হযরত মুহাম্মদ (দ) -ও প্রকৃতি রক্ষার প্রতি উৎসাহ যেমন দিয়েছেন তেমনি প্রকৃতি বিনাশকারীদের আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকার জন্য সতর্কও করেছেন। মহানবী (দ.) প্রকৃতি সুরক্ষার গুরুত্ব উপলব্ধি করে কিয়ামত সন্নিকট জানার পরও সময় থাকলে বৃক্ষচারা রোপণের কথা বলেছেন।
জনৈক সাহাবী গাছের পাতা ছিঁড়লে মহানবী (দ.) সে সাহাবীকে বলেছেন, গাছের প্রত্যেকটি পাতা আল্লাহর মহিমা ঘোষণা করে। নগরায়ন ও শিল্পায়নের এ সময়ে আমরা নির্বিচারে পরিবেশ ধ্বংস হওয়া দেখছি। মানুষের অবিবেচক পরিবেশ বিনাশের ফলে পুরো বিশ্বই এক ধরণের সংকটের মুখে পড়েছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পরিবেশ প্রকৃতিতেও ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। যার দরুন বায়ুতে দূষণ, তাপমাত্রা বৃদ্ধি, রোগ-বালাই ও প্রাকৃতিক নানান দুর্যোগ বেড়ে চলেছে। রাজধানী ঢাকা ইতোমধ্যেই বসবাস অনুপযোগী শহরের মধ্যে প্রথম সারিতে আছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেরও এমন পরিণতি হোক আমরা কেউ তা চাই না। এ শহরেও নির্মল প্রাকৃতিক শোভা ও শ্বাস নেয়ার স্থান ক্রমেই কমে আসছে। যতটুকু বাকি আছে তন্মধ্যে সিআরবি অন্যতম।
যান্ত্রিক এ শহরে মানুষ একটু নির্মল প্রশান্তি লাভের তৃষ্ণা নিয়ে সিআরবিতে যায়। হাসপাতাল নির্মাণের নামে বাণিজ্যালয় খুলে মানুষের সে প্রশান্তিটুকু কেড়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। যা নিন্দনীয়ই নয়, অত্যন্ত গর্হিত কাজও। প্রকৃতির অক্সিজেন নষ্ট করে কৃত্রিম অক্সিজেনের বাজার সৃষ্টির পাঁয়তারা বুর্জোয়া মনোভাবেরই প্রকাশ। ইসলাম এমন মনোভাবকে নিরুৎসাহিত করে। ইসলামে প্রকৃতির সুরক্ষা ইবাদততূল্য। পাশাপাশি প্রকৃতির বিনাশও গর্হিত ও শাস্তিযোগ্য কাজ। তাই আমি সিআরবিতে হাসপাতাল নির্মানের সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহবান এবং মহান আল্লাহর মহিমা ঘোষণাকারী বৃক্ষরাজির ধ্বংসযজ্ঞ নয় বরং সুরক্ষার বিনীত অনুরোধ জানাই। পাশাপাশি চট্টগ্রাম শহরের অন্যকোন সুবিধাজনক জায়গায় হাসপাতাল নির্মানের আহবান জানাচ্ছি। আমরা চট্টগ্রামবাসী হাসপাতাল নির্মানের বিপক্ষে নই, পক্ষে।