
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি কামরুজ্জামান পল্টু বলেছেন তপন চক্রবর্ত্তী ছিলেন বিশাল হৃদয়ের মানবতাবাদী পরোপকারী নেতা। চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে পল্লীবন্ধু এরশাদ আদর্শের দক্ষ সংগঠক। উনার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কোনদিন পূরণ হবে না। তিনি দলের নেতাকর্মীদের তপন চক্রবর্ত্তীর জীবনী থেকে শিক্ষা নিয়ে মানবতার কল্যাণে এগিয়ে যাওয়ার উদাত্ত্ব আহ্বান জানান। তিনি আজ ৮ আগস্ট বিকাল ৪ টায় নগরীর একটি রেস্তোরায় বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তীর নাগরিক শোক সভা উদ্যাপন কমিটির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন ছিদ্দিকী,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি জহুরুল ইসলাম রেজা, নগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, নিজাম উদ্দিন জ্যাকি, নুরুল আজিজ সওদাগর, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ দিলু, নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক এম আজগর আলী, শফিউল আলম শফি, নগর পল্লীবন্ধু পরিষদ সভাপতি রিয়াজ উদ্দীন রিয়াজ, কোতোয়ালী থানা জাপা সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন চৌধুরী, ডবলমুরিং থানা জাপা সাধারণ সম্পাদক আরমান মিয়া, নগর মহিলা পার্টির আহ্বায়ক রাবেয়া বসরী বকুল, সদস্য সচিব সেলি আক্তার প্রমুখ।