মাহমুদুল হাসান: টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (২০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলায় এলাকায় সোমবার (১২ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা ইমান আলী বলেন, রাসেল মালবোঝাই একটি ট্রাক নিয়ে ঢাকা থেকে টাঙ্গাইল আসছিলেন। ট্রাকটি বাঐখোলা এলাকায় পৌঁছালে সামনের ডানপাশের চাকা ভেঙে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু ঘটে। মঙ্গলবার সকালে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।
রাসেলের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামে। তিনি তার পরিবারের সাথে টাঙ্গাইল শহরে থাকতেন।