
ভোলাহাটে যানবাহনে গণডাকাতি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঢাকাগামী নৈশকোচ, ট্রাক ও মোটরসাইকেলসহ ৩০টির বেশি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ আগস্ট) দিনগত রাতে উপজেলার ফলিমারির বিল এলাকায় ১৫-২০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল দেশীয় অস্ত্র, বাঁশ, রড নিয়ে এ ঘটনা ঘটায়।ডাকাতদের কবলে পড়া জমজম ট্রাভেলসের চালকের সহকারী মো. আরিফ জানান,
‘রাতে ঢাকার উদ্দেশে গাড়ি ছেড়ে আসলে পৌনে ৮টার দিকে সোনাজল নামক স্থানে ১৫-১৬ জনের একটি দল মুখোশ পরে হাসুয়া ও লাঠি দিয়ে দরজায় আঘাত করে। আমাকে মারপিট করে গাড়িতে ঢুকে যাত্রীদের কাছ থেকে টাকা ও গয়না ছিনতাই করতে থাকে।’তিনি আরও বলেন, ‘নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটিয়েছে ডাকাতরা।’গাড়ির সুপারভাইজার মো. আলমগীর বলেন, ‘আমরা যখন আসি তার আগেই কিছু ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে ডাকাতি চলছিল। কিন্তু পালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না।
ডাকাতরা দ্রুত গাড়ির ভেতর ঢুকে যাত্রীদের মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেই।’তিনি আরও বলেন, ‘প্রথমে সাথী এন্টারপ্রাইজ, পরে আমাদের জমজম এবং তারপর চাঁপাই ট্রাভেলসের বাসে ডাকাতি করে।’একটি বাসের যাত্রী ভোলাহাট উপজেলার বীরশ্বরপুর গ্রামের মো. গণি বিশ্বাস জানান, ডাকাতরা এসে আমাকে ও আমার স্ত্রী পিটিয়ে সাড়ে ১২ হাজার টাকা, ১ ভরি স্বর্ণের অলংকার নিয়ে গেছে।
আরেক যাত্রী ইমামনগর গ্রামের গার্মেন্টস শ্রমিক মোসা. আশা বলেন, ‘আমার কাছ থেকে ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে।’এ বিষয়ে জানতে চাইলে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। ডাকাতরা এ ঘটনা ঘটিয়ে পালিয়েছে। তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
কনটেইনার পরিবহনে চট্টগ্রাম বন্দরের নয় ধাপ অবনতি