মোবাইল ফোন কোম্পানির কোড সমূহ জেনে নিন রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক গ্রামীণফোন, কোম্পানিগুলোর ব্যালেন্স ইন্টারনেট নাম্বার কিভাবে বের করবেন জেনে নিন, বাংলাদেশে বর্তমানে ৫টি মোবাইল ফোন অপারেটর কোম্পানি রয়েছে যেমন টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এ পাঁচটি কোম্পানি বর্তমানে বাংলাদেশে রয়েছে। গ্রাহক যখন নতুন কোন অপারেটরের সাথে যুক্ত হন তখন সেই মোবাইল ফোন অপারেটরের ব্যাল্যান্সের মেয়াদ কিভাবে দেখতে হয়,
ইন্টারনেট ব্যাল্যান্স কিভাবে চেক করতে হয় ইত্যাদি জানা অতী জরুরি হয়ে পরে। আজ সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।আপনি জেনে নিতে পারেন গ্রামীণফোন-রবি এয়ারটেল বাংলালিংক গ্রাহকরা নিজ নিজ অপারেটরের একাউন্ট ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স বোনাস অফার কিভাবে দেখতে হয় তা জেনে নিন।যেভাবে গ্রামীনফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক এর অ্যাকাউন্ট,
ইন্টারনেট ও এস এম এস ব্যাল্যান্স কিভাবে দেখবেন? বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর ব্যবহারকারীরা কিভাবে তাদের অ্যাকাউন্ট ব্যাল্যান্স, ইন্টারনেট ব্যাল্যান্স ও ফ্রি এস এম এস ব্যাল্যান্স জেনে নিবেন তার নির্দেশনা গুলো নিম্নে দেয়া হয়েছেঃ গ্রামীনফোন(Grameenphone) বা জিপি: অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.grameenphone.com/
মূল একাউন্ট ব্যাল্যান্স দেখতে ডায়াল করতে হবেঃ *566#(প্রিপেইড) আপনি কোন প্যাকেজের মধ্যে রয়েছেন তা জানতে ডায়াল করতে হবেঃ *111*7*2# ইন্টারনেট বালান্স ডাটা(MB) জানতে ডায়াল করতে হবেঃ *566*10# অথবা *567# মিনিট(minute) চেক করতে ডায়াল করতে হবেঃ *566*20# অথবা *566*24# এসএমএস(sms) ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *566*2# এমএমএস(mms) ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *566*14# পোস্টপেইড একাউন্ট ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ 12115 অথবা এসএমএস করতে হবে 2000 মোবাইল নাম্বার ভুলে গেলে ডায়াল করতে হবেঃ*2#
এবার জানাবো বাংলালিংক এর গ্রাহকরা কিভাবে চেক করবেন, বাংলালিংক (Banglalink):
অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.banglalink.com.bd/en/
মূল একাউন্ট ব্যাল্যান্স দেখতে ডায়াল করতে হবেঃ *124# বর্তমান প্যাকেজ জানতে ডায়াল করতে হবেঃ *121*2*1# পর্যাপ্ত টাকা না থাকলে এডভান্স ব্যাল্যান্সের জন্য জন্য ডায়াল করতে হবেঃ *874# এডভান্স ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *874*0# মিনিট/এসএমএস চেক করতে ডায়াল করতে হবেঃ *124*2# বোনাস দেখতে করতে ডায়াল করতে হবেঃ *124*3# ইন্টারনেট ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *124*5#
মোবাইল ফোন কোম্পানির কোড সমূহ জেনে নিন এবার জেনে নিন এয়ারটেলের গ্রাহকরা কিভাবে সাবান নিবেন, এয়ারটেল (Airtel): অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.bd.airtel.com/
মূল একাউন্ট ব্যাল্যান্স দেখতে ডায়াল করতে হবেঃ *778# বোনাস চেক করতে ডায়াল করতে হবেঃ *778*1# অথবা *778*7# এস এম এস(sms) চেক করতে ডায়াল করতে হবেঃ *778*2# মূল ইন্টারনেট ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *778*4# ফ্রি এসএসএম(sms) দেখতে ডায়াল করতে হবেঃ *778*6# ফ্রি মিনিট(minute) দেখতে ডায়াল করতে হবেঃ *778*5# বোনাস মিনিট(minute) দেখতে ডায়াল করতে হবেঃ *778*3# বোনাস এমএমএস(mms) দেখতে ডায়াল করতে হবেঃ *778*8#
এবার জেনে নিন রবি’র গ্রাহকরা কিভাবে সেবা নিবেন, রবি (Robi): অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.robi.com.bd/ মূল একাউন্ট ব্যাল্যান্স জানতে ডায়াল করতে হবেঃ *222# মিনিট(minute) চেক করতে ডায়াল করতে হবেঃ *222*3# এসএমএস(sms) চেক করতে ডায়াল করতে হবেঃ *222*11# এমএমএস(mms) চেক করতে ডায়াল করতে হবেঃ *222*13# প্যাকেজ চেক করতে ডায়াল করতে হবেঃ *140*14# ইন্টারনেট ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *8444*88#
এবার জেনে নিতে পারেন বাংলাদেশের নিজস্ব নেটওয়ার্ক কোম্পানি টেলিটকের গ্রাহকরা কীভাবে নিবেন, টেলিটক (teletalk): অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.teletalk.com.bd/ মূল একাউন্ট ব্যাল্যান্স জানতে ডায়াল করতে হবেঃ *152# ইন্টারনেট ব্যাল্যান্স চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে U লিখে এসএমএসটি পাঠিয়ে দিতে হবে 111 এই নাম্বারে।
এভাবে বাংলাদেশের পাঁচটি কোম্পানির সেবা নিবেন তবে আপনি যে অপারেটরের সাথে আছেন, সে অপারেটরের নিজস্ব কোডগুলো আপনাকে ফলো করতে হবে আপনার জানা না থাকলে আমাদের ওয়েবসাইটের এ নিউজটি আপনার টাইমলাইনে রাখতে পারেন, এটা আপনার যখনই প্রয়োজন হবে তখন ভিজিট করে দেখতে পারবেন চাইলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ।