
সপ্তাহে তিন ঘণ্টা গেম খেলার নির্দেশনা মোবাইল ফোন কিংবা ভিডিও গেম আসক্তি বাচ্চাদের জন্য ক্ষতিকর। এটা সাধারণ ব্যক্তি থেকে শুরু করে বিশেষজ্ঞরাও বলেন। নানা সময় এ নিয়ে নানা সতর্কতা, উপদেশ, পরামর্শও শোনা গেছে।বাচ্চাদের ওপর ভিডিও গেমের এ ক্ষতিকর প্রভাব কমাতে এবার সরকারিভাবে নির্দেশিকা জারি করল চীন।চীন সরকারের নতুন এক নির্দেশনায় বলা হয়েছে, সপ্তাহে তিন ঘণ্টার বেশি কোনো বাচ্চা ভিডিও গেম খেলতে পারবে না।
এ আদেশ সবধরনের ডিভাইসের ক্ষেত্রেই কার্যকর হবে, তা সে মোবাইল ফোন হোক কিংবা ট্যাব বা কম্পিউটার।১৮ বছরের নিচে বাচ্চাদের ওপর চীন সরকারের এই নিষেধাজ্ঞা জারি থাকবে।চীন সরকারের এ নির্দেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, এ পদক্ষেপ শিশুদের ভবিষ্যতের জন্য উপযোগী। আবার কেউ কেউ একে ভালো চোখে দেখছেন না। তারা মনে করছেন, দেশের নাগরিক সমাজের ওপর নিজেদের আধিপত্য কায়েমের জন্য এ কৌশল অবলম্বন করেছে বেইজিং।
সপ্তাহে তিন ঘণ্টা গেম খেলার নির্দেশনা উল্টোদিকে চীন সরকারের এ পদক্ষেপে আন্তর্জাতিক গেমের বাজারে বড়সড় ধাক্কা লেগেছে। কারণ ওই দেশের বহু বাচ্চা ভিডিও গেমে আসক্ত। তার ওপর ইন্ডাস্ট্রির উত্থান-পতন নির্ভর করছে।বাচ্চারা কবে কখন গেম খেলতে পারবে সেই রুটিনও ঠিক করে দিয়েছে সরকারই। বলা হয়েছে, শুধু শুক্র, শনি ও রোববার রাত ৮টা থেকে ৯টা একঘণ্টা গেম খেলা যাবে। এছাড়া ছুটির দিনে ঘণ্টাখানেক খেলার অনুমতি পেয়েছে চীনের বাচ্চারা।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য ওয়াল।