
ভেনেজুয়েলায় আর্জেন্টিনা দলের সঙ্গে মেসি পিএসজিতে স্বপ্নের অভিষেকের অপেক্ষায় ছিলেন লিওনেল মেসি। আপাতত সে অপেক্ষার অবসান হয়েছে। নান নাটকীয়তার পর ক্লাবটিতে যোগ দিয়ে অপেক্ষায় ছিলেন মাঠে নামার। অবশেষে পিএসজির হয়ে মাঠে নামেন মেসি। তার মাঠে নামার দিনে জয় তুলে নিয়েছে পিএসজি। এবার মেসি প্রস্তুত হচ্ছেন আর্জেন্টিনা দলের জার্সিতে নামার জন্য।ক্লাব ছাপিয়ে এবার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় মেসি।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য নিজেকে তৈরি করতে আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন তিনি।সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচের আগে অনুশীলন শুরু করবেন মেসি।ভেনেজুয়েলায় আর্জেন্টিনা দলের সঙ্গে মেসি প্রতিপক্ষ ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচ খেলতে ইতোমধ্যেই ভেনেজুয়েলায় পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা।দলের সঙ্গে মঙ্গলবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সকালে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, পিএসজির দুই সতীর্থ ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও যোগ দিয়েছেন।
তারা যোগ দেওয়ার আগেই সোমবার (৩০ আগস্ট) অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা দল।৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৫ তারিখ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। সর্বশেষ ৯ সেপ্টেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রায় তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন পাওলো দিবালা।
মেসি থাকলেও ইনজুরির কারণে স্কোয়াডে রাখা হয়নি সার্জিও আগুয়েরো ও মাউরো ইকার্দিকে।বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখন কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে। ৬ ম্যাচের মধ্যে তারা তিনটিতে জয় ও তিনটিতে ড্র করেছে। সমান ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১৮। তাই বাছাই পর্বের এবারের ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুলি। ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, মলিনা লুসেরো, জার্মান পাজেলা, হুয়ান ফইথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লুকাস মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা ও নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, পালাসিওস, লিয়ান্দ্রো পারদেস, গুইডো রদ্রিগেজ, নিকোলাস ডমিনগুয়েজ, জিওভান্নি লো সেলসো ও আলেজান্দ্রো গোমেজ। ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, জোয়াকিন কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লাওতারো মার্টিনেজ, পাওলো দিবালা ও লিওনেল মেসি।