
মাহমুদুল হাসান:
সংবিধান প্রনেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, মওলানা ভাসানী চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎসহ হয়ে থাকবেন। আন্দোলন সংগ্রামে তিনি যে প্রেরণা দিয়ে গেছেন সে প্রেরণা আজ সারা দেশে ছড়িয়ে দিতে হবে। মওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।তার আদর্শকে আমরা বুকে লালন করবো।
আজ ১৭ নভেম্বর (শনিবার) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪২ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপস্থিত ছিলেন, ঐক্যফ্রন্ট নেতা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, মোস্তফা মহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
আব্দুল্লাহ্ আল নোমান সমাধি প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। আমরা নির্বাচন থেকে সরতে চাই না। আমরা খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চাই।
আরো যারা উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।