
আফগানিস্তানে বিক্ষোভকারীদের ওপর হামলা, নিহত ৪ আফগানিস্তানে তালেবান বিরোধীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মাঝে খবর পাওয়া গেছে, তালেবান যোদ্ধাদের গুলিতে চারজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দ্যা গার্ডিয়ান। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে, তালেবানের সহিংস আচরণের কঠোর সমালোচনা করেন।
এসময় তিনি বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করা হচ্ছে।তিনি বলেন, বিক্ষোভ বাড়লেও গত বুধবার তালেবান সব অননুমোদিত বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বৃহস্পতিবার তারা কাবুলে টেলিযোগাযোগ সংস্থাগুলোকে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনাও দেয়।বিবৃতিতে বিক্ষোভ চলাকালে এক তরুণসহ অন্তত চার জনের মৃত্যুর কথা জানান জাতিসংঘের এ কর্মকর্তা।
আআফগানিস্তানে বিক্ষোভকারীদের ওপর হামলা, নিহত ৪ যারা বিক্ষোভের সংবাদ কাভার করছেন সেসব সাংবাদিকদের ধরপাকড় ও নির্যাতনের অভিযোগ উঠার নিন্দাও জানান তিনি।আফগান নারীরাও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করছেন কয়েকদিন ধরে। ১৯৯৬ থেকে ২০০১ সালে আফগানিস্তানে তালেবানের শাসনকালে নারীদের অধিকারের বিষয়গুলো ক্ষুন্ন হওয়ার বিস্তর অভিযোগ আছে আন্তর্জাতিক মহলে। এবারও তালেবানের নতুন সরকারে উচ্চ পর্যায়ে ঠাঁই হয়নি নারীদের।