
কক্সবাজার সৈকতে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছেন লাইফগার্ডের সদস্যরা। যুবকের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার মুহাম্মদ ওসমান বলেন, দুপুরের দিকে সমুদ্রে কিছু ভাসতে দেখেন লাইফগার্ডের সদস্যরা। পরে তারা সাঁতার কেটে তীরে আনতে গিয়ে দেখে এটি মরদেহ।নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখার ব্যবস্থা করা হয়েছে।