
আনোয়ারায় ইউপি কার্যালয়ে আগুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে যায়।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আনোয়ারা স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। এরপর দুপুর সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ইউপি কার্যালয়ের একটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. মাসুদ পারভেজ জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত করা হচ্ছে।