চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন জাতির জনকের কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের ২য় তলায় মঙ্গলবাল সকাল ১১টায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা এম.এন ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমদ রাশেদ, বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা ফেরদাউস ইসলাম খান, বীরমুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বীরমুক্তিযোদ্ধা আবুল বশর, বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মাহবুব আলম, বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র নাথ,
চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন বীরমুক্তিযোদ্ধা এস এম নুরুল আলম, বীরমুক্তিযোদ্ধা এস এস নুরুল আলম, বীরমুক্তিযোদ্ধা শাহেদুল হক, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জমির, বীরমুক্তিযোদ্ধা এস এম সবুর, মুক্তিযোদ্ধা সন্তান বাহাদুর খান ও মোহাম্মদ মুছা প্রমুখ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহাফিল, কেক কাটা এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।