
আর্জেন্টিনায় থামছেই না দাবানল টানা চার দিন ধরে দাবানলে পুড়েই চলেছে আর্জেন্টিনার করডোবা প্রদেশ।দাবানলে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ৩০ হাজার হেক্টরের বেশি বনাঞ্চল।দাউ দাউ করে জ্বলছে আর্জেন্টিনার করডোবা অঞ্চলের বনাঞ্চল। বাতাসের তীব্র বেগ ও শুষ্ক আবহাওয়ায় আগুনের মাত্রা বেড়েই চলেছে। আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়েও।
দাবানল থেকে বাঁচতে স্থানীয়দের ছুটোছুটি করতে দেখা যায়।মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে এরই মধ্যে ৩০ হাজারের বেশি হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। বেশ কিছু জায়গার আগুন নিয়ন্ত্রণে এলেও বাতাসের কারণে নতুন নতুন স্থানে আগুন ছড়িয়ে পড়ছে। আর এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
তবে দাবানলের কারণে বনে জীবিকা নির্বাহ করা সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বছরের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি করডোবা প্রদেশের বাসিন্দারা। করডোবার পাশাপাশি আর্জেন্টিনার লা রিয়োজা ও এন্ত্রে রিয়োসে দুটি দাবানল বর্তমানে সক্রিয় রয়েছে।টানা কয়েক দিনের ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস।
আর্জেন্টিনায় থামছেই না দাবানল আগুনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশ। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম এভিয়া দ্বীপের অবস্থা এখন সবচেয়ে খারাপ। বিধ্বস্ত হয়েছে কয়েকশ’ ঘরবাড়ি, রাস্তাঘাট। উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক মানুষ। পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি। হাজার হাজার দমকলকর্মীর চেষ্টাতেও আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।
অগ্নিনির্বাপণকর্মীদের পাশাপাশি বেশ কয়েকটি উড়োজাহাজ ও হেলিকপ্টার কাজ করছে।দাউ দাউ করে আগুন জ্বলেছে রাশিয়াতেও। অর্ধশতাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও ভয়াবহতার মুখোমুখি হতে হবে।