নগরীর বায়েজিদে জায়গার বিরোধ নিয়ে সংঘর্ষে আদালতে মামলা চট্টগ্রামের বায়েজিদ থানাদীন শহীদ নগর গ্রামের মহব্বদ সর্দ্দারের পুরাতন বাড়িতে জায়গার বিরোধ নিয়ে গত ৭/১২/২০২১ইং তারিখে বৃহস্পতিবার সকাল ৯টায় সংঘর্ষের ঘটনায় হোসনে আরা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে অজ্ঞাত২/৩ জনের নামে চট্টগ্রাম আদালতে মামলা করেছেন, মামলা নং সি, আর-৪৩৮/২১, চট্টগ্রাম মেট্রো আদালত।
বাদী এবং আসামিপক্ষ পরস্পর পাড়া-প্রতিবেশী, দীর্ঘদিন যাবৎ বাদী ও আসামীগণের মধ্যে জায়গা সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলিয়া আসিতেছে, উক্ত বিরোধকে কেন্দ্র করিয়া আসামিগণ বাদী ও তার পরিবারের সদস্যদের প্রতি অতিক্ষিপ্ত ও মারমুখী হইয়া উঠে।
তার ধারাবাহিকতায় উপরোক্ত ঘটনার তারিখ ও সময়ে পরিকল্পিতভাবে দা, কিরিস, লোহার রড নিয়ে হোসনে আরা বেগম ও তার পরিবারের উপর হামলা চালায় এবং লুটপাট করে।
মামলায় হোসনে আরা বেগমের তাহার গলায় থাকা আট আনা মূল্যের সোনার চেইন (যাহার মূল্য ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন, হামলায় হোসনে আরা বেগমের মাথায় গুরুতর আঘাত পান ,আহত অবস্থায় হোসনেয়ারা বেগমকে চট্টগ্রাম কলেজ মেডিকেলে ভর্তি করা হয়।
নগরীর বায়েজিদে জায়গার বিরোধ নিয়ে সংঘর্ষে আদালতে মামলা মাথায় গুরুতর আঘাত হওয়ায় ডাক্তার তার মাথার সিটি স্ক্যান করান, আসামিপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে হুমকি-ধামকি দিচ্ছে বলে জানান, মামলার বাদী হোসনে আরা বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আসামিপক্ষ বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছেন,আমাদের আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি।