
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসের রুট পরিবর্তন চট্টগ্রামে বুধবার(২০অক্টোবর) অনুষ্ঠিতব্য ঈদে মিলাদুন্নবীর জুলুসের রুট পরিবর্তন করা হয়েছে।জুলুস আয়োজকদের অন্যতম গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব মোসাহেব উদ্দিন বখতেয়ার গণমাধ্যমকে বলেন, জুলুসটি সকাল ৮টায় নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এলাকার আলমগীর খানকা শরীফ হতে বিবিরহাট,
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসের রুট পরিবর্তন মুরাদপুর, ষোল শহর হয়ে ২নং গেইট পর্যন্ত যাবে।সেখান থেকে ইউ টার্ন নিয়ে আবার মুরাদপুর, জামেয়ার জুলুসের ময়দানে ফেরত যাবে।জুলসটি সকাল ৯টায় শেষ হবে।এছাড়া জুলুসে মোটর সাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।