
শুক্রবার থেকে রাজশাহীতে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট হঠাৎ করে তেলের দাম বাড়ানোয় শুক্রবার (৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহীর বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী।তিনি বলেন, হঠাৎ করে ডিজেলের দাম বাড়ানোয় আমরা চরম বিপাকে পড়েছি। যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে বিবাধ সৃষ্টি হচ্ছে। এ নিয়ে বাস মালিক থেকে শুরু করে শ্রমিকরা রয়েছে বিপাকে। সরকারের উচিত বাড়ানো দামের সঙ্গে ভাড়ার সমন্বয় করা।
শুক্রবার থেকে রাজশাহীতে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট যদি তা না হয় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগের আট জেলায় বাস চলাচল বন্ধ থাকবে।তিনি আরও বলেন, ধর্মঘট চলাকালে রাজশাহী থেকে কোনো বাস বাইরে যাবে না। এমনকি রাজশাহীতেও কোনো জেলার বাস ঢুকবে না। তবে অন্য জেলার বাস চলাচল করতে পারবে।