
যেভাবে ছড়ায় চকবাজারের আগুন রাজধানীর চকবাজার ইমামগঞ্জে একটি টাওয়ারে প্লাস্টিক গোডাউনে আগুন ছড়িয়ে পড়ার কারণ জানাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এসকে টাওয়ার নামের ছয়তলা ভবনটিতে অগ্নিকাণ্ডের সংবাদে পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ ২ ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে কোনো কেমিক্যাল না থাকলেও সেখানে প্লাস্টিক ও মেলামাইনের স্তূপ ছিল। আর সেই স্তূপ থেকেই আগুন ছড়িয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন সাংবাদিকদের এ কথা বলেন।
আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, হতে পারে শর্টসার্কিট অথবা অন্য কোনো কারণে। তবে নিশ্চিতভাবে এখনই আমরা বলতে পারছি না। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি হবে। এরপর আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।তিনি বলেন, ওই ভবনের সিঁড়ি ছিল মাত্র এক থেকে দেড় ফুট চওড়া।
যেভাবে ছড়ায় চকবাজারের আগুন যে সিঁড়ি দিয়ে একজন মানুষ ওঠানামা করাও সম্ভব নয়।তবুও দমকল বাহিনীর কর্মীরা যথাসময়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। ভবনে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।স্থানীয়রা জানান, ভবনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় ছিল গোডাউন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, মিটফোর্ড হাসপাতালের বিপরীত পাশে ওই ভবনের তৃতীয় তলায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।