
এ বছরের ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর। এই পরীক্ষায় প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।দীপু মনি জানান, এবার মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র সংখ্যা সাত লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ছয় লাখ ৬৯ হাজার ৯৫২ জন।
২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের বোর্ড পরীক্ষাগুলো পিছিয়ে যাবে। করোনার কারণে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শিক্ষার্থীদেরও পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা তিন বিষয়ে ছয়টি পরীক্ষা হবে। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা হবে বলে জানান তিনি।