আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুড়িং, পাহাড়তলী, হালিশহর, খুলশী, পাঁচলাইশ-আংশিক) সংসদীয় এলাকা হতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী মনোনয়পত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, অর্থ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা সিরাজুল মোস্তফা, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক এনাম, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ফোরকান, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হালিম, ছাত্রসেনা ছোবহানিয়া মাদ্রাসার সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রসেনা চট্টগ্রাম কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক, কে.এম নূর উদ্দিন চৌধুরী, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ ইরফান গাজী, মুহাম্মদ খোরশেদ, জহুরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, আলমগীর ইসলাম বঈদী দীর্ঘ একযুগ ধরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরীর শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক ও অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবকল্যাণ কর্মকান্ডে জড়িত রয়েছেন। বিগত ২০০৬ সালে বর্তমান চট্টগ্রাম-১১ আসন বন্দর, পতেঙ্গা থেকে প্রতিদন্ধিতা করেছেন।