
আরিফুল ইসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক ।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনপাড়ায় পুকুরের পূর্বপাড়ে মনোরম পরিবেশে গড়ে তোলা হয় উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়। সরকারি এ দফতরটির সামনে পুকুরপাড়ে পরিত্যক্ত কিছু পরিমাণের ফাঁকা জায়গা রয়েছে। যেখানে প্রতিদিন কিছু বখাটে আড্ডা দিতো। এতে দাফতরিক কাজের ব্যঘাত ঘটতো প্রতিনিয়ত।
বিষয়টি নজরে এলে ভিন্ন প্রক্রিয়ায় এ সমস্যা সমাধানে সরাইল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম সেই পরিত্যক্ত জায়গায় সবজি বাগান করেন।
এ বাগানের পরিচর্যা করেন তিনি নিজেই। এখন সেইস্থানে আর বখাটেদের আড্ডা নেই। নেই তাদের অসামাজিক কার্যকলাপ।
এই বিষয়টি নিয়ে সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম তার আইডিতে সেই সবজি বাগানের ছবি সহ একটি পোস্ট লিখেছেন। ছবিতে দেখা যাচ্ছে সরকারি জনগুরুত্বপূর্ণ দফতরের এ কর্মকর্তা নিজেই কৃষকবেশে সবজি বাগানের পরিচর্যা করছেন। তার এই উদ্যোগ অনেকের নজর কেড়েছে।