
চট্টগ্রামে দেড় কোটি টাকা চাঁদাবাজির মামলায় মোবারক ও রহমত নামের দুই ব্যক্তি গ্রেফতার।চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় কাজি মোবারক হোসেন (৪২) ও রহমত উল্লাহ(৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ। সেইসাথে অজ্ঞাতনামা আরও কয়েক ব্যক্তিকেও আটক করেছে।মঙ্গলবার রাত আনুমানিক ৯ ঘটিকায় আসামিদের মুজাফফরনগর মালাশা ভবন থেকে গ্রেফতার করে বায়েজিদ থানার এসআই রবিউল।
চট্টগ্রামে দেড় কোটি টাকা চাঁদাবাজির মামলায় মোবারক ও রহমত নামের দুই ব্যক্তি গ্রেফতার। গ্রেফতারকৃতরা ডেভেলপার কোম্পানি ইস্টার্ন লিভিং এর ডাইরেক্টর মামলার এজাহার থেকে জানা যায় গ্রেফতারকৃত কাজী মোবারক হোসেন ও রহমত উল্লাহ, সোহেল নামক এক ব্যবসায়ী থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবি করেন পরে তিনি থানায় ২৯/১১/ ২০২১ তারিখে মামলা করেন। যার মামলা নং ৪৫ ধারা ১৪৩/৭৪৭/৬৪৮/ ৩৩০/ ৩৮৫/৩৯৭ ও ৫০৬।