পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৭ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৮ ডিসেম্বর) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় বান্দিয়াগারা প্রদেশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।হতাহতরা সবাই টোগোর নাগরিক। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানান, ডুয়েন্তজা থেকে সেভারে যাচ্ছিল শান্তিরক্ষী বাহিনীর একটি বহর।
মালিতে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত সে সময়ই ওই হামলা চালানো হয়। নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব বোমা বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
দুজারিক বলেন, এই হামলার অপরাধীদের শনাক্তে জোর প্রচেষ্টা চালাতে মালি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এতে করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনা সম্ভব হবে।এদিকে, শান্তিরক্ষী অভিযানের আন্ডার-সেক্রেটারি-জেনারেল জিন পিয়েরে ল্যাকরয়েক্স এক টুইট বার্তায় জানিয়েছেন, এই অপরাধীরা যেন কোনো ভাবেই শাস্তির আওতা থেকে রক্ষা না পান।