
চট্টগ্রামের ২৪ ইউপিতে ভোটগ্রহণ শুরু পঞ্চম দফা ইনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ৩ উপজেলা আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালীর ২৪ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।পৌষের তীব্র শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
চট্টগ্রামের ২৪ ইউপিতে ভোটগ্রহণ শুরু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।বলেন, গতকাল নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও সকালে পাঠানো হয়েছে ব্যালট পেপার। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া টহলে থাকবে বিজিবির সদস্যরা।
এবারের নির্বাচনে ২৪ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন। এর মধ্যে আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়নে ১ লাখ ৯৫ হাজার ৪৫০। এতে নারী ভোটার ৯২ হাজার ৪৫৯ এবং পুরুষ ভোটার ১ লাখ ২৯১ জন। এই উপজেলায় মোট কেন্দ্র ৯২টি। উপজেলার তিন ইউনিয়ন বৈরাগ, বারখাইন, চাতরী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।