উষ্ণতার ছোয়া পেল ২০০’শত প্রতিবন্ধী চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২০০’শ প্রতিবন্ধী ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডিডিআরসি ও রামপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব,
উষ্ণতার ছোয়া পেল ২০০’শত প্রতিবন্ধী বিশিষ্ট গণমাধ্যম কর্মী এন.কাদের জুয়েল, জাতীয় শ্রমিক লীগ নেতা আবু রাশেদ চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী জিন্নাত আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হাসান। অতিথিদের উপস্থিতিতে আলহাজ্ব এয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়াম রুমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।