
চন্দনাইশে ব্যবসায়ী অপহরণ ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি চন্দনাইশের এক ঠিকাদারকে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. মোজাম্মেল হক তালুকদার (৪৫)। গত বুধবার সন্ধ্যায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর নাসির মোহাম্মদপাড়ায় তার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ পরিদর্শনে গেলে অপহরণ করা হয় বলে জানা গেছে। এ দিকে পাহাড়ি সন্ত্রাসীরা ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে গত বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরীর মোবাইল ফোনে কল করেছেন বলে জানিয়েছেন তিনি।
বিষয়টি তিনি চন্দনাইশ থানায় অবহিত করা হয়েছে। অপহৃত মোজাম্মেল হক হাশিমপুর এলাকার মৃত আবদুল জব্বারের পুত্র।স্থানীয়ভাবে জানা যায়, হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর নাসির মোহাম্মদপাড়া এলাকায় বরুমতি খালের ভাঙন প্রতিরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান একটি প্রকল্পে স্কেভেটর ভাড়া দেন মোজাম্মেল হক। গত বুধবার সন্ধ্যায় তিনি ওই সাইডে কাজ করার সময় ২৫ থেকে ৩০ জনের একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী এসে তাকে অপরহণ করে নিয়ে যায়।
চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী জানান, মোজাম্মেলকে অপহরণের পর গত বৃহস্পতিবার বিকেলে ০১৭৫৮০৯৬৪৯৫ নম্বর থেকে তার মোবাইল ফোনে কল করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, মোজাম্মেল হক নামে এক ঠিকাদারকে অপহরণ করে মুক্তিপণ দাবির বিষয়টি উপজেলা চেয়ারম্যান তাকে অবহিত করেছেন।
চন্দনাইশে ব্যবসায়ী অপহরণ ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি ইতিমধ্যে তাকে উদ্ধারে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, অপহৃত মো. মোজাম্মেল হক তালুকদার গত ইউপি নির্বাচনে হাশিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তার পরিবার-পরিজন আতংকের মধ্যে দিনযাপন করছে