
তেলের জন্য লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল ২ জনের শ্রীলঙ্কায় তেলের জন্য লাইনে দাড়িয়ে মারা গেছেন দুই ব্যক্তি।রোববার (২০ মার্চ) শ্রীলঙ্কার পুলিশ জানান, তেলের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির।
দেশটির রাজধানী কলম্বো পুলিশের মুখপাত্র নালিন থালডুয়া বলেন, দেশের দুই জায়গায় ৭০ বছর বয়সী দুই ব্যক্তি পেট্রোল ও তেল কেনার জন্য অপেক্ষা করার সময় মারা গেছেন।দেশটিতে এখন জ্বালানি সংকট তুঙ্গে। একই সঙ্গে দেশটি বিদ্যুতহীন হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশটির মানুষ বিভিন্ন পাম্পে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকছে।
থালডুয়া বলেন, মারা যাওয়া ৭০ বছর বয়সী একজন ডায়াবেটিস ও হার্টের রোগী ছিলেন। অপরজন ছিলেন ৭২ বছর বয়সী। তারা দুইজনই তেলের জন্য প্রায় এক ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছিলেন।দেশটির পেট্রোলিয়াম জেনারেল এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট অশোক রানওয়ালা বলেন, অপরিশোধিত তেলের মজুত শেষ হয়ে যাওয়ার পর রোববার শ্রীলঙ্কা তার একমাত্র জ্বালানি শোধনাগারের কার্যক্রম স্থগিত করেছে।
সূত্র : রয়টার্স