
আন্দোলন সংগ্রামে মামলা-হামলা-জেল-জুলুমের শিকার রাজপথের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মামলা বিহীন সভাপতি মোঃ শাহজাহান ও ২০১৮ সালের ধানের শীষের বিরোধিতাকারী জেল জুলুম বিহীন সাধারণ সম্পাদক মোঃ আজগর কর্তৃক তাদের পুষ্য আওয়ামী এজেন্টদের দিয়ে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করায় বোয়ালখালীতে আজ বোয়ালখালী পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আকরাম হোসেন দুলাল, সুলতান আলম জিকু ও দপ্তর সম্পাদক জাহানগীর আলম ডিলারের যৌথ নেতৃত্বে কক্সবাজার আরকান মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল সমাবেশে বক্তারা জেলা যুবদলের সাধারণ মোঃ আজগর বিরোধী দলের ১৪টি বছরে একদিনের জন্যও জেল-জুলুমের শিকার হয়নি। ১৮ সালের নির্বাচনে ধানের শীষের বিরোধিতা করেন যার জন্য নির্যাতিত নেতা-কর্মীদের মনের ভাষা বুঝার ক্ষমতা তার নেই। একই অবস্থা জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহানেরও তার বিরুদ্ধে ও কোন মামলা মোকদ্দমা নেই এমন কি জিডিও নেই। আগামী ৭২ ঘন্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিল করে রাজপথের ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে পুনরায় কমিটি ঘোষণার জোর দাবি জানান।
আগামী ৭২ ঘন্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিল না হলে তৃণমূল তাদের করোনীয় নির্ধারণ করে নিবে। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল নেতা মহিনউদ্দীন, ওমর ফারুক, মমতাজ, নুরুউদ্দীন, মুসলিম উদ্দীন মোঃ শফি, আব্দুল মাবুদ, মোঃ রনি, মনিরুল ইসলাম, মোঃ বেলাল, শাকিল, মোঃ জুয়েল, শাহাদাত হোসেন, আলমগীর, রোকন, মোরশেদ, সাইয়েম, রমজান, রাশেদ, মিসবাহ সহ প্রমুখ।